Research কী? কৃষি গ্রামের গল্প থেকে শেখা
Research কী? কৃষি গ্রামের গল্প থেকে শেখা
গবেষণার প্রথম পাঠ: Research কী? কৃষি গ্রামের গল্প থেকে শেখা
কৃষি গ্রামের গল্প

এক ছিল একটি গ্রাম – “কৃষি গ্রাম (Agri Village)”।
এই গ্রামে দুই কৃষক থাকতেন – রফিক ও জসিম। তারা দীর্ঘদিন ধরে একই জাতের ধান চাষ করে আসছেন।

তারা চাষ করতেন BRRI Dhan 29 (ব্রি ধান ২৯), যা সাধারণত প্রতি হেক্টরে প্রায় ৭ টন ফলন দিত।
কিন্তু রফিক আর জসিম দু’জনই চিন্তিত হয়ে পড়লেন – এ ফলন আর তাদের সন্তুষ্ট করছে না।
ড. কবিরের আবির্ভাব

কৃষি গ্রামে থাকেন ড. কবির, যিনি একজন বিজ্ঞানী এবং কাজ করেন Rice Research Institute-এ।
একদিন তিনি মাঠে এসে রফিক ও জসিমকে বললেন:
রফিক: ডক্টর সাহেব, আমরা কীভাবে ফলন বাড়াতে পারি?
ড. কবির: এটাই আসল প্রশ্ন। আর এখান থেকেই শুরু হয় Research (গবেষণা)।
গবেষণা (Research) কী?
ড. কবির বোঝাতে লাগলেন—
“গবেষণা মানে হলো systematic way of finding answers বা সমস্যার বৈজ্ঞানিক সমাধান খোঁজা।
আমাদের এখানে সমস্যা কী? খুব সহজ—
কীভাবে প্রতি হেক্টরে ধানের ফলন বাড়ানো যায়?”